Monday, December 30, 2024

নবীজির সঙ্গে বেয়াদবির করুণ পরিণতি

 




মহানবী মুহাম্মদ (সা.)-এর সময় পারস্য ছিল বিশ্বের অন্যতম শক্তিধর সাম্রাজ্য। সম্রাট কিসরা পারভেজ ছিলেন সেই সাম্রাজ্যের শাসক, যার অধিকার ছিল অসীম এবং অহংকার ছিল সীমাহীন। পারস্যের লোকেরা তখন জরথুস্ট্র ধর্মের অনুসারী, যা মূলত একত্ববাদের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা অগ্নি উপাসনায় মত্ত হয়ে পড়ে।

নবীজির চিঠি প্রেরণ

হিজরি ষষ্ঠ সালের জিলহজ মাসে নবী মুহাম্মদ (সা.) সমকালীন শক্তিধর রাজাদের ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে চিঠি প্রেরণ করেন। পারস্য সম্রাট কিসরা পারভেজের কাছে পাঠানো চিঠিতে লেখা ছিল:

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
“শান্তি বর্ষিত হোক তার প্রতি, যে হিদায়াতের অনুসারী, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাসী এবং সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।
আমি আল্লাহর নির্দেশে আপনাকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিচ্ছি। আমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। আপনি ইসলাম গ্রহণ করলে শান্তি ও সম্মান দুটোই আপনার জন্য নির্ধারিত। আর যদি তা প্রত্যাখ্যান করেন, তবে আপনার প্রজাদের সব পাপ আপনার আমলনামায় যোগ হবে।”

কিসরা পারভেজের প্রতিক্রিয়া

চিঠি পাওয়ার পর সম্রাট পারভেজ রাগে ফেটে পড়েন। তিনি বলেছিলেন, "আমি পারস্যের সম্রাট, আরবের মুহাম্মদ আমার গোলাম। সে কীভাবে আমাকে ঈমান আনার দাওয়াত দেয়?" রাগান্বিত হয়ে তিনি চিঠিটি টুকরো টুকরো করে ফেলেন।

যখন সাহাবি আবদুল্লাহ ইবনে হুজায়ফা (রা.) নবীজির কাছে এই ঘটনার বিবরণ দেন, তখন নবীজি (সা.) অত্যন্ত দুঃখিত হন। তিনি বলেন, "আমার চিঠির মতোই তার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গেছে।"

ভবিষ্যদ্বাণীর বাস্তবায়ন

কিসরা পারভেজ আরবের নবীকে গ্রেপ্তারের জন্য সিরিয়ার প্রশাসক বাজানকে নির্দেশ দেন। বাজান দুই জন পুলিশ প্রেরণ করেন, যারা নবীজিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার আহ্বান জানায়। কিন্তু নবীজি তাদের মুচকি হেসে বলেন, "তোমরা বিশ্রাম নাও। আগামীকাল সকালে কথা হবে।"

পরদিন সকালে নবীজি তাদের বলেন, "গত রাতে কিসরা পারভেজ তার ছেলে শেরওয়াইহির হাতে খুন হয়েছেন এবং তার রাজত্বও কেড়ে নেওয়া হয়েছে। তোমরা ফিরে গিয়ে বাজানকে বলো ইসলাম গ্রহণ করতে।"

পরে তদন্তে প্রমাণিত হয়, নবীজির কথা সঠিক ছিল। সম্রাট পারভেজ সেই রাতেই নিজের ছেলের হাতে নির্মমভাবে খুন হন।

কিসরা পারভেজের পরিণতি

ঐতিহাসিকদের বর্ণনায় জানা যায়, সম্রাট পারভেজকে হত্যার পর তার মৃতদেহ টুকরো টুকরো করা হয়, যেভাবে তিনি নবীজির চিঠিকে ছিঁড়েছিলেন। (সূত্র: আল বিদায়া ওয়ান নিহায়া এবং শাওয়াহেদুন নবুওয়াত)

শিক্ষা

এই ঘটনা থেকে বোঝা যায়, অহংকারের পতন অনিবার্য। নবীজির ভবিষ্যদ্বাণী ও তার প্রতি অবমাননার ফলশ্রুতিতে এক শক্তিশালী সাম্রাজ্যের পতন ইসলামের ইতিহাসে এক মাইলফলক হয়ে রয়েছে।

মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ
লেখখঃ-মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ

No comments:

Post a Comment

Search This Blog

Powered by Blogger.